শনিবার, জুন ১০, ২০২৩
- বিজ্ঞাপন -

ব্র্যাক ব্যাংক আস্থা

আসসালামু আলাইকুম, উড্ডয়নে আপনাকে স্বাগতম!
আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।

আজ আমরা কথা বলবো ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং আস্থা সম্পর্কে।

ব্র্যাক ব্যাংক তাদের পূর্বতন ইন্টারনেট ব্যাংকিং এর নাম পরিবর্তন করে আস্থা করেছে।
ঘরে বসে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য ব্র্যাক ব্যাংক তাদের গ্রাহকদের অনেক আগ থেকেই সেবা দিয়ে আসছে।
আপনি চাইলে আপনার কম্পিউটার / ল্যাপটপ / মোবাইল এর ব্রাউজার (ক্রোম / ফায়ারফক্স / অপেরা ইত্যাদি) দিয়ে লগিন করতে পারবেন আবার চাইলে আপনার এন্ড্রয়েড বা আইওএস ডিভাইস দিয়েও ব্র্যাক ব্যাংকের আস্থা তে লগিন করতে পারবেন।
বর্তমান যুগ অনলাইন / ইন্টারনেট এর যুগ, এই জুগে ঘরে বসেই সারা পৃথিবীর খবর জানা যায়, আর নিজের দেশে থাকা নিজের একাউন্টের খবর পেতে যদি ব্যাংকে যাওয়া লাগে তার থেকে বিরক্তিকর কিছু মনে হয় না আছে, বর্তমানের ডিজিটাল যুগে এসেও বাংলাদেশের অনেক ব্যাংক নিজেদের সামনে এগিয়ে নিতে পারেনি, নিজেদের এখনো ডিজিটাল করতে পারেনি।
ব্র্যাক ব্যাংক সহ আরো কিছু বেসরকারি ব্যাংক ইতিমধ্যে তাদের ডিজিটাল সেবার মান উন্নয়ন করেছে।

এখন আমরা জানবো ব্র্যাক ব্যাংকের আস্থার কিছু বিশিষ্ট সম্পর্কেঃ

  • আস্থা অ্যাপ / ইন্টারনেট ব্যাংকিং থেকে আপনার ব্যাংক একাউন্ট / কার্ড পরিচালনা করতে পারবেন।
  • আস্থা অ্যাপ / ইন্টারনেট ব্যাংকিং থেকে আপনার ব্যাংক একাউন্ট / কার্ডের ব্যাল্যান্স জানতে পারবেন।
  • আস্থা অ্যাপ / ইন্টারনেট ব্যাংকিং থেকে আপনার ব্যাংক একাউন্ট / কার্ডের লেনদেন বিবরণী জানতে পারবেন।
  • আস্থা অ্যাপ / ইন্টারনেট ব্যাংকিং থেকে মোবাইল এ রিচার্জ করতে পারবেন (প্রিপেইড / পোস্টপেইড সিমে)।
  • আস্থা অ্যাপ / ইন্টারনেট ব্যাংকিং থেকে বিল পরিশোধ করতে পারবেন।
  • আস্থা অ্যাপ / ইন্টারনেট ব্যাংকিং থেকে ব্র্যাক ব্যাংক ও অন্যান্য ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল দিতে পারবেন।
  • আস্থা অ্যাপ / ইন্টারনেট ব্যাংকিং থেকে আপনি আপনার বিকাশ, নগদ, রকেট ইত্যাদি মোবাইল ব্যাংকিং -এ ফান্ড ট্র্যান্সফার করতে পারবেন।
  • আস্থা অ্যাপ / ইন্টারনেট ব্যাংকিং থেকে আপনার কার্ড একটিভ / ব্লক করতে পারবেন।
  • আস্থা অ্যাপ / ইন্টারনেট ব্যাংকিং থেকে এফডিআর / ডিপিএস একাউন্ট খুলতে পারবেন।
  • আস্থা অ্যাপ / ইন্টারনেট ব্যাংকিং থেকে আপনি আপনার লোন বিবরণী জানতে পারবেন।
  • আস্থা অ্যাপ / ইন্টারনেট ব্যাংকিং থেকে আপনি ফরেন এক্সসেঞ্জ রেট জানতে পারবেন।
    এছাড়াও আরো নানান ধরণের সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের আস্থায়।

আজকের মত এই পর্যন্তই, পরবর্তী কোন লেখায় জানিয়ে দিবো কিভাবে ব্র্যাক ব্যাংকের আস্থায় একাউন্ট খুলতে হয়।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইলো…
আল্লাহ্‌ হাফেজ।

লেখক পরিচিতিঃ

- বিজ্ঞাপন -
সম্পর্কিত পোস্টগুলো
- বিজ্ঞাপন -

জনপ্রিয় পোস্টগুলো

- বিজ্ঞাপন -