শনিবার, জুন ১০, ২০২৩
- বিজ্ঞাপন -

ইবিএল লাইফ স্টাইল ভিসা কার্ড

আসসালামু আলাইকুম, উড্ডয়নে আপনাকে স্বাগতম!
কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।

আজ আমরা আলাপ করবো EBL এর Life Style Visa Card সম্পর্কে।

ইবিএল লাইফ স্টাইল ভিসা কার্ড: এটি ইবিএল (ইস্টার্ন ব্যাংক) -এর একুয়া মাস্টার কার্ডের মতোই তবে এটি হচ্ছে VISA ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল প্রিপেইড কার্ড।
লাইফ স্টাইল VISA প্রিপেইড কার্ডে রয়েছে NFC ও ইএমভি চিপ, যা আপনাকে দিবে অনেকগুলি সুবিধা সাথে সর্বোচ্চ নিরাপত্তা।
অনলাইনে ব্যবহার ছাড়াও আপনি চাইলে অফ-লাইনে অন্যান্য ব্যাংকের কার্ডের মতো আপনার দৈনন্দিন ব্যয়ের জন্যও ব্যবহার করতে পারবেন।

এটি আপনাকে সর্বোচ্চ নিরাপত্তা সাথে আনলিমিটেড সুবিধা দিবে।

ইবিএল-এ অ্যাকাউন্ট ছাড়াই আপনি এই কার্ডটি ব্যবহার করতে পারবেন।

বিস্তারিত বৈশিষ্ট:
এটি ডুয়াল কারেন্সি NFC ও ইএমভি প্রিপেইড কার্ড।
দেশব্যাপী কেনাকাটার উপর ছাড়ের সুবিধা।
যেকোন ইবিএল ব্রাঞ্চ থেকে / স্কাই ব্যাংকিং app থেকে টাকা / ডলার লোড করার সুবিধা।
আন্তর্জাতিক এবং বাংলাদেশী মুদ্রায় কেনাকাটা।
কোন ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই ব্যাংকিং করার সুবিধা।
ভিসা এটিএম নেটওয়ার্কে বিশ্বব্যাপী ক্যাশ টাকা উত্তোলনের সুবিধা।
ইবিএল এটিএম থেকে বিনামূল্যে বাংলা নগদ টাকা উত্তোলনের সুবিধা।
বিশ্বজুড়ে সকল স্টোরে এবং রেস্টুরেন্ট অ্যাক্সেসের সুবিধা।
অনলাইন বিল পরিশোধ।
সম্পূর্ণ বিনামূল্যে টাকা / ডলার লোড করার সুবিধা।

সহজ বর্ণনা:
সারা পৃথিবীজুড়ে সাপোর্টেড।
BDT ও USD লোড ও উত্তোলন।
3 বছর পরপর নবায়ন।

কার্ড পেতে হলে:
বাংলাদেশী নাগরিক হতে হবে।
বয়স 18+ হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:
আবেদনপত্র –ব্যাংক থেকে দিবে।
আপনার ও আপনার নমিনীর ১ কপি ছবি।
আপনার ভোটার আইডি কার্ড (BDT কাজ করবে),
নমিনীর ভোটার আইডি কার্ড এর ফটোকপি।
আপনার পাসপোর্ট (USD একটিভ করার জন্য)।

আপনি আপনার পাশের যেকোন ইবিএল শাখায় গিয়ে কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ভ্যাট সহকারে বর্তমানে ১১৫০/- টাকা লাগবে।

আপনার কার্ডটি সাথে সাথে না নিয়ে কাস্টমাইজ করে আপনার নাম সহকারে নিলে আপনারই ভালো হবে। তাই কার্ড অর্ডার করার সময় কাস্টমাইজ-এ টিক দিয়ে আপনি যেই নামে কার্ডটি নিতে চান সেই নাম লিখে দিবেন।

বিস্তারিত জানার জন্য ইবিএল হেল্পলাইনে (16230 / 09612316230) কল করুন…

লেখক পরিচিতিঃ

- বিজ্ঞাপন -
সম্পর্কিত পোস্টগুলো
- বিজ্ঞাপন -

জনপ্রিয় পোস্টগুলো

- বিজ্ঞাপন -