বুধবার, মার্চ ২৯, ২০২৩
- বিজ্ঞাপন -

আপনার ওয়েবসাইটকে সফল করুন

আসসালামু আলাইকুম, উড্ডয়নে আপনাকে স্বাগতম!
কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।

আজ আমরা আলাপ করবো কিভাবে আপনি আপনার সাইটটি সবার কাছে জনপ্রিয় করে তুলতে পারেন সেই সম্পর্কে।

আমাদের যাদের ওয়েবসাইট রয়েছে আমরা সকলেই চাই আমাদের ওয়েবসাইটটি যেন সফল হয়। একটি ওয়েবসাইট তৈরি করার পরে অনেক অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে সাইটটিকে সাক্সেস করা যায়, কিন্তু সঠিকভাবে কাজ না করলে কখনোই একটি ওয়েবসাইটকে সফল করা যায়না। সাইটের লোগো, ডিজাইন, স্ক্রিপ্ট, আর্টিকেল সহ সকল কাঠামো সুন্দর করে সাজানোর মাধ্যমেই একটি সাইটকে সফল করা যায়।

আপনার ওয়েবসাইটটি সফল করার জন্য সর্বকালের সেরা কিছু টিপসঃ

01. স্পষ্ট নেভিগেশান দিয়ে শুরু করুন।

02. আপনি যেই ভাষায় পারদর্শী সেই ভাষা ব্যবহার করুন।

03. আপনার হোম পৃষ্ঠায় আপনার সাইটের বর্ণনা দিন / সারাংশ প্রদান করুন।

04. প্রাসঙ্গিক তথ্য প্রদান করুন, অপ্রাসঙ্গিক বিষয় এড়িয়ে চলুন।

05. নির্দিষ্ট বিষয়ের জন্য নির্দিষ্ট পেজ / পৃষ্ঠা তৈরি করুন।

06. আপনার ওয়েবসাইটে আপ-টু-ডেট রাখুন।

07. ওয়েবসাইট অপ্টোমাইজ করুন।

08. ভালমানের স্ক্রিপ্ট ব্যবহার করুন।

09. সুন্দর ইমেজ তৈরী করুন যেন ইমেজ দেখেই আপনার সাইটের বর্ণনা পেতে সহজ হয়।

10. Privacy Policy, Terms & Conditions পেইজ তৈরী করুন।

11. আপনার সাথে সহজে কন্টাক্ট করার জন্য একটি Contact us পেইজ তৈরী করুন।

12. উনিক কিছু চিন্তা-ভাবনা করুন।

13. আপনার করা পোস্টে কমেন্টস করার ব্যবস্থা রাখুন।

14. ওয়েবসাইট বেশি গর্জিয়াস করার প্রয়োজন নেই।

15. সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি শেয়ার করুন।

16. সবকিছু নিখুঁত ভাবে করার চেষ্টা করুন।

17. কপি-পেস্ট এড়িয়ে চলুন।

18. যেকোন বিষয়ে মিথ্যা বলা / প্রতারণা করা ছেড়ে দিন।

লেখক পরিচিতিঃ

- বিজ্ঞাপন -
সম্পর্কিত পোস্টগুলো
- বিজ্ঞাপন -

জনপ্রিয় পোস্টগুলো

- বিজ্ঞাপন -